সাইবার হামলার শিকার প্যাসেঞ্জার ভয়েস পত্রিকা

Passenger Voice    |    ০২:৪০ এএম, ২০২৪-০৩-২৯


সাইবার হামলার শিকার প্যাসেঞ্জার ভয়েস পত্রিকা

গত ২৭ মার্চ রাতে সাইবার হামলার শিকার হয়েছে যোগাযোগ ও যাতায়াত বিষয়ক একমাত্র বিষয় ভিত্তিক পত্রিকা প্যাসেঞ্জার ভয়েস।  কতৃপক্ষের আশঙ্কা, এ ঘটনা বাংলাদেশে বসে অন্য দেশের আইপি ব্যবহার করে ওয়েবসাইটটি নিজেদের কন্ট্রোলে নেয় হ্যাকাররা। 

হ্যাকাররা প্যাসেঞ্জার ভয়েস এর অফিসিয়াল ই-মেইল হ্যাক করে সি- প্যানেল এর আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ ও বিভিন্ন ধরনের ডকুমেন্টস মুছে দেয়। পরিকল্পিত সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদকর্মীদের ব্যবহূত ই-মেইল অ্যাকাউন্ট এবং গুগল ড্রাইভে রাখা নথিপত্র। তবে কোন তথ্যগুলো বেহাত হয়েছে, সেটি নির্ধারণের জন্য আরো বেশ কিছু সময় লাগবে বলে কর্তৃপক্ষ মনে করছেন।

প্যাসেঞ্জার ভয়েস এর সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, আমরা প্রায় ৩৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আমাদের ওয়েবসাইটটি লাইভে আনতে পারলেও আমাদের বেশ কিছু তথ্য মুছে গিয়েছে।  সর্বশেষ গত ২৫ মার্চ থেকে সব ধরনের নিউজ গুলো মুছে যায়। এছাড়াও আর কি কি তথ্য সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের সম্মানিত সকল পাঠকদের সাময়িক অসুবিধার জন্য দু:খিত।